রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫


 

মেঘবালিকার জন্য রূপকথা | কবিতা আবৃত্তি | জয় গোস্বামী | Meghbalikar Jonno Rupkotha | Poem Recitation

📝 Description (বর্ণনা):

কবিতা: মেঘবালিকার জন্য রূপকথা
কবি: জয় গোস্বামী
আবৃত্তি: [আপনার নাম]
ভিডিও সম্পাদনা ও পরিবেশন: [আপনার নাম / চ্যানেলের নাম]

জয় গোস্বামীর কবিতা “মেঘবালিকার জন্য রূপকথা” এক অনন্য সংবেদনশীলতা ও কল্পনার মিশ্রণ, যা প্রেম, আকাঙ্ক্ষা এবং সময়ের ছোঁয়াকে নতুনভাবে ব্যাখ্যা করে। এই ভিডিওতে সেই কবিতার আবৃত্তি পরিবেশিত হয়েছে শ্রদ্ধা ও অনুভূতির সঙ্গে।

👉 যদি কবিতা ও আবৃত্তি ভালো লাগে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

🔖 Hashtags:

#MeghbalikarJonnoRupkotha #JoyeGoswami #PoemRecitation #BanglaKobita #KobitaAbritti #BanglaPoetry #Meghbalika #BengaliLiterature #Abritti #JoyGoswamiPoem #BengaliCulture

বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

হে অতিথি ll

সপ্ত সিন্ধু দু'নয়নে বহমান
স্মৃতির ঝর্ণায় করি অবগাহন
আজ কবি হতাশার দ্বারপ্রান্তে !

যতই হানো আঘাত আর বজ্রাঘাত তাথৈ,
আর তার প্রতিঘাত অজানা, কারন
হয়তো পৌঁছেনি জীবন মোহনা
অবধি;
তাই এ গোপন কাব্য এ অন্তে
হৃদয়ঙ্গম করো, হে আমার
কালান্তরের অতিথি;
দুঃস্বপ্নে ঘেরা স্বপ্নময়
এ তিথী...
বহে সুনামি হয়ে অশোকের বনান্তে
কাজল কালো আঁখি
নিকষ যন্ত্রনা সয়ে নিষ্পলক সারথী,
হে অতিথি !
                    -জসিম উদ্দিন

চট্টগ্রাম কলেজ
২৫ এপ্রিল ২০০৩

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

যাতনা ii জসিম উদ্দিন



কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ
আছো তুমি আকাশ জোড়া
ভাসে আজো নয়নের বাঁধ
সবুজের বুকে আজ কুয়াশার ঢেউ
না ফেরার দেশে প্রিয়, কালের প্রবাদ;
ভালোবাসা ধূপছাঁই, শূণ্যে উড়াই
নির্ঘুম পেঁচকের শুনি আর্তনাদ,
কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ !
তোমারি ছোঁয়া বুকে হাতরে বেড়াই
হেথা আমি দিশেহারা পাগলের প্রায়
রাত ভোরে তারারা শূণ্যে মিলায়
তোমার স্মৃতির তোড়ে সময় গড়ায়..


কতো দিন দেখিনা তোমায় !  

উত্তরা
২৩ অক্টোবর ২০১৩