সপ্ত সিন্ধু দু'নয়নে বহমান
স্মৃতির ঝর্ণায় করি অবগাহন
আজ কবি হতাশার দ্বারপ্রান্তে !
যতই হানো আঘাত আর বজ্রাঘাত তাথৈ,
আর তার প্রতিঘাত অজানা, কারন
হয়তো পৌঁছেনি জীবন মোহনা
অবধি;
তাই এ গোপন কাব্য এ অন্তে
হৃদয়ঙ্গম করো, হে আমার
কালান্তরের অতিথি;
দুঃস্বপ্নে ঘেরা স্বপ্নময়
এ তিথী...
বহে সুনামি হয়ে অশোকের বনান্তে
কাজল কালো আঁখি
নিকষ যন্ত্রনা সয়ে নিষ্পলক সারথী,
হে অতিথি !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৫ এপ্রিল ২০০৩
স্মৃতির ঝর্ণায় করি অবগাহন
আজ কবি হতাশার দ্বারপ্রান্তে !
যতই হানো আঘাত আর বজ্রাঘাত তাথৈ,
আর তার প্রতিঘাত অজানা, কারন
হয়তো পৌঁছেনি জীবন মোহনা
অবধি;
তাই এ গোপন কাব্য এ অন্তে
হৃদয়ঙ্গম করো, হে আমার
কালান্তরের অতিথি;
দুঃস্বপ্নে ঘেরা স্বপ্নময়
এ তিথী...
বহে সুনামি হয়ে অশোকের বনান্তে
কাজল কালো আঁখি
নিকষ যন্ত্রনা সয়ে নিষ্পলক সারথী,
হে অতিথি !
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৫ এপ্রিল ২০০৩