বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

যাতনা ii জসিম উদ্দিন



কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ
আছো তুমি আকাশ জোড়া
ভাসে আজো নয়নের বাঁধ
সবুজের বুকে আজ কুয়াশার ঢেউ
না ফেরার দেশে প্রিয়, কালের প্রবাদ;
ভালোবাসা ধূপছাঁই, শূণ্যে উড়াই
নির্ঘুম পেঁচকের শুনি আর্তনাদ,
কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ !
তোমারি ছোঁয়া বুকে হাতরে বেড়াই
হেথা আমি দিশেহারা পাগলের প্রায়
রাত ভোরে তারারা শূণ্যে মিলায়
তোমার স্মৃতির তোড়ে সময় গড়ায়..


কতো দিন দেখিনা তোমায় !  

উত্তরা
২৩ অক্টোবর ২০১৩

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন