বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

হে অতিথি ll

সপ্ত সিন্ধু দু'নয়নে বহমান
স্মৃতির ঝর্ণায় করি অবগাহন
আজ কবি হতাশার দ্বারপ্রান্তে !

যতই হানো আঘাত আর বজ্রাঘাত তাথৈ,
আর তার প্রতিঘাত অজানা, কারন
হয়তো পৌঁছেনি জীবন মোহনা
অবধি;
তাই এ গোপন কাব্য এ অন্তে
হৃদয়ঙ্গম করো, হে আমার
কালান্তরের অতিথি;
দুঃস্বপ্নে ঘেরা স্বপ্নময়
এ তিথী...
বহে সুনামি হয়ে অশোকের বনান্তে
কাজল কালো আঁখি
নিকষ যন্ত্রনা সয়ে নিষ্পলক সারথী,
হে অতিথি !
                    -জসিম উদ্দিন

চট্টগ্রাম কলেজ
২৫ এপ্রিল ২০০৩

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

যাতনা ii জসিম উদ্দিন



কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ
আছো তুমি আকাশ জোড়া
ভাসে আজো নয়নের বাঁধ
সবুজের বুকে আজ কুয়াশার ঢেউ
না ফেরার দেশে প্রিয়, কালের প্রবাদ;
ভালোবাসা ধূপছাঁই, শূণ্যে উড়াই
নির্ঘুম পেঁচকের শুনি আর্তনাদ,
কতো দিন দেখিনা তোমায়
ডুবে গেছে পঞ্চমীর চাঁদ !
তোমারি ছোঁয়া বুকে হাতরে বেড়াই
হেথা আমি দিশেহারা পাগলের প্রায়
রাত ভোরে তারারা শূণ্যে মিলায়
তোমার স্মৃতির তোড়ে সময় গড়ায়..


কতো দিন দেখিনা তোমায় !  

উত্তরা
২৩ অক্টোবর ২০১৩